গাজা যুদ্ধের অবসান ও বন্দিবিনিময় প্রক্রিয়া এগিয়ে নিতে মিসরের শারম আল-শেখে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের পরোক্ষ আলোচনার প্রথম দিনটি “ইতিবাচক” পরিবেশে শেষ হয়েছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। আলোচনায় যুক্ত থাকা পক্ষগুলোর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে মূলত যুদ্ধবিরতি, বন্দিবিনিময় এবং গাজায় মানবিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন হামাসের রাজনৈতিক শীর্ষনেতা খলিল আল-হায়া ও জাহের জাবারিন। মিসরের সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানায়, প্রথম দিনের বৈঠকে আলোচনার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য একটি রূপরেখা নির্ধারণ করা হয়েছে। আল–জাজিরা অ্যারাবিকের প্রতিবেদনে বলা হয়, হামাস প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের জানিয়েছে—ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে বন্দিবিনিময় প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে। আলোচনার সময়ও গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত ছিল,...