০৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম শোবিজের বহুল আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। প্রায়শই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি। হোক বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্রের আইটেম গান সবক্ষেত্রেই তাকে বেশ খোলামেলা ভাবে উপস্থিত হতে দেখা গেছে। এ নিয়ে বিনোদন প্রেমীদের মধ্যে সমালোচনা কম হয়নি। তাছাড়া সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা কথাই বলেন আলোচিত এই মডেল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকায়। নায়লার ভাষ্যে, 'জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বীচে...