একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন। কিন্তু তিনি কোনো আঘাত পাননি। একটি বোলেরিও গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে, যার ফলে অভিনেতার গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”আরো পড়ুন:করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজলবক্স অফিসে বইছে ‘কানতারা টু’ ঝড় বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ নায়ক বলেন, “সব কিছু ঠিকঠাক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি ওয়ার্কআউট করতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরেছি। মাথাটা একটু ব্যথা করছে। কিন্তু এটুকু সেরে ওঠার জন্য বিরিয়ানি আর ঘুমই যথেষ্ট। আপনাদের সবার প্রতি ভালোবাসা। এ খবর দেখে কেউ দুশ্চিন্তা করবেন না।” এ বিষয়ে পুলিশ বলেন, “অভিনেতা বিজয় দেবরাকোন্ডা বিকেল ৩টা নাগাদ পুটাপার্থি থেকে...