বাইডেন এবং ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে কমপক্ষে ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত একটি নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী। এ থেকেই গাজায় বর্তমান সংঘাতের সূচনা হয়েছিল। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের উদ্যোগে পরিচালিত ‘কস্টস অব ওয়ার’ প্রকল্পের এই গবেষণায় আরো বলা হয়েছে, গত দুই বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে অতিরিক্ত প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। যদিও এই গবেষণাগুলো মূলত উন্মুক্ত সূত্র থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, তবে এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততার ব্যয়ের অন্যতম...