০৭ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের ওপর যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, তাতে বহু পশ্চিমা দেশের তৈরি যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে। এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ ওই দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। জেলেনস্কি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গত দুই রাতে ইউক্রেনে রাশিয়ার হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে হাজারো পশ্চিমা কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে। তিনি বলছেন, এসব উপাদান এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলো থেকে। এই তথ্য আন্তর্জাতিক অংশীদারদের কাছে পাঠানোর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার সহায়তাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ড্রোনগুলোতে প্রায় ১ লাখ ৬৮৮টি বিদেশি যন্ত্রাংশ ব্যবহার হয়েছে।...