দক্ষিণ আমেরিকার ফুটবলের দুই পরাশক্তি ব্রজিল ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। কনমবেল অঞ্চল থেকে দুদলই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে তারা এখন ভিন্ন কোনো মহাদেশের দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সাড়তে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল আসছে এশিয়া সফরে এবং আর্জেন্টিনা তাদের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ১১ অক্টোবর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এরপর ১৪ অক্টোবর, শিকাগোতে তারা খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন ২৮ জনের স্কোয়াড। পরিচিত মুখগুলোর পাশাপাশি স্কোয়াডে মধ্যে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলকিপার ফাকুন্দো...