একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের মধ্যে যাঁদের আমানত ২ লাখ টাকার কম, তাঁরা সবার আগে টাকা ফেরত পাবেন। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ ও সরকারি তহবিল সরবরাহ সম্পন্ন হলেই ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে ২ লাখ টাকা বা তার কম আমানতকারীরা একবারেই পুরো অর্থ তুলতে পারবেন, আর বাকি আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রথম চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, আর এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একীভূতকরণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। নতুন ব্যাংকের নাম হবে...