শারদীয় দুর্গাপূজা উদযাপন পরবর্তী এক মহা মিলনে প্রবাস জীবনে পারস্পারিক সম্পর্কের বন্ধনকে প্রাণের ছোঁয়ায় আরো সুদৃঢ় করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে দু'দিন ব্যাপী জমকালো সেলিব্রেশন পার্টি করলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটিস্থ দূর্গা টেম্পলে এই পার্টি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর-২০২৫ইং) রাত থেকে ওই টেম্পল ভবনে শুরু হওয়া পার্টি অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় দু'ভাগে দুটি রুমে বিভক্ত করে পার্টিতে অংশ নেন, মিশিগানে বসবাসরত শত শত সনাতনী হিন্দু নারী-পুরুষ। রং-বেরঙের বাতির আলোক সজ্জায় সজ্জিত টেম্পল ভবন,চতুর্পাশ ও স্টেইজ ডেকোরেশন যেন এক অপরূপ দৃশ্য চমকিয়ে তুলছিল। বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি উঠতি বয়সের তরুন-তরুনীরা নানান দেশী আর পাশ্চাত্য কালচারালের পোষাক পড়ে মহা আনন্দে সেলিব্রেশন পার্টিতে যোগ দেয়। অনেকেই ছিল একা বা গ্রুপ বেঁধে চমৎকার সেলফি তোলা ও খোশ গল্পে ব্যস্ত। সেই সাথে...