দ্বিপাক্ষিক সিরিজ তো হয়ই না, ভারত ও পাকিস্তানের দেখা হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। সেখানেও কত শঙ্কা। ভারত বেঁকে বসে, পাকিস্তান শর্ত জুড়ে দেয়। মাঠের খেলায় ঝাঁজটাও টের পাওয়া যায়। ক্রিকেটের নামে তখন যেন রাজনৈতিক ঝাণ্ডা উড়ানো হয়। বিষয়টি নিয়ে আইসিসিকে আরেকবার ভাবতে বলেছেন মাইকেল আথারটন। ইংলিশ কিংবদন্তির আবেদন দুদেশের মুখোমুখি দেখা যতটা সম্ভব কম করা যায়, সেদিকে নজর ঘোরানো। আথারটনের চাওয়া, তারা যেন টুর্নামেন্টের ড্র ও খেলার সূচি নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখে। তার পরামর্শ, যদি ভারত ও পাকিস্তান স্বাভাবিকভাবে একে অপরের মুখোমুখি না হয়, তাহলে কেবলমাত্র আর্থিক ও রাজনৈতিক কারণে তাদের মধ্যে ম্যাচ নির্ধারণ করা উচিত নয়। আথারটন বলেছেন, ‘যদি ড্র অনুযায়ী দুই দল একে অপরের বিপক্ষে না আসে, তাহলে জোর করে মুখোমুখি করানোর কোনও দরকার নেই।’ তার মতে, এক...