নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। ফলাফল প্রকাশের লক্ষ্যে চলছে কারিগরি প্রক্রিয়া। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, আগামী ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, “দেশের সব শিক্ষা বোর্ডে খাতা দেখা শেষ হয়েছে। এখন ফল প্রস্তুতের কাজ চলছে। ১৮ অক্টোবর লিখিত পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে, তার আগেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।” তবে এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। চলতি বছরের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার মোট ১২ লাখ...