ফিলিস্তিনের ছিটমহল গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে হামাসের নেতৃত্বাধীন আক্রমণের দুই বছর পূর্তি হয়েছে ৭ অক্টোবর, মঙ্গলবার। দুই বছর আগে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যোদ্ধাদের ওই আক্রমণে ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫০ জনেরও বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে, যাদের মধ্যে ৪৮ জন এখনও তাদের জিম্মায় আছেন। এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। তারপর থেকে টানা দুই বছর ধরে চলা তাদের হামলায় গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন আর নিশ্ছিদ্র অবরোধের মধ্যে থাকা ভূখণ্ডটিতে খাদ্য ও পানীয়ের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত সংস্থা তাদের সিদ্ধান্তে বলেছে, ইসরায়েল গাজার...