ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়লেন মার্নাস লাবুশেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশো, যিনি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন। লাবুশেনের বাদ পড়া তেমন অপ্রত্যাশিত নয়। শেষ দশ ওয়ানডে ইনিংসে তার সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজেও তিনি জায়গা পাচ্ছিলেন না, যদি না ম্যাট শর্ট চোটের কারণে ছিটকে যেতেন। লাবুশেন এখন ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলে টেস্ট দলে ফেরার চেষ্টা চালিয়ে যেতে পারবেন— তাসমানিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই তিনি করেছেন ১৬০ রান। অন্যদিকে, রেনশো ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুযোগ পেলেন। অস্ট্রেলিয়া ‘এ’- এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ২০২১ সালের নভেম্বর থেকে তিনি ৫০ ওভারের ফরম্যাটে ৪৮.৬৮ গড়ে রান করেছেন, যেখানে সাতটি সেঞ্চুরির মধ্যে ছয়টি এসেছে...