০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি “প্রায় নিশ্চিত” যে গাজা নিয়ে শান্তিচুক্তি সম্ভব। তিনি জানান, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিমধ্যেই ‘খুব গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে সম্মত হয়েছে, যা গাজায় দীর্ঘস্থায়ী শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিচুক্তি আলোচনার জন্য হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে, যেখানে তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা কার্যকর হবে। ট্রাম্প এই চুক্তি নিয়ে আশাবাদী, কারণ এটি বহু বছরের ব্যর্থতার পর সম্ভবপর মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না—এর জবাবে তিনি বলেন, “আমার কিছু ‘রেড লাইন’ আছে। যদি নির্দিষ্ট...