ক্যারিয়ারের হতাশাজনক সময় কাটাচ্ছেন নেইমার। ইনজুরির কারণে গত বছর তিনেক ধরে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। প্যারিস সেন্ট জার্মেই এবং সৌদি আরবের হিল আলহাল থেকে ফিরে নিজের জন্মস্থান সান্তোস ক্লাবে যোগ দিয়েছেন। তবু চোট তার পিছু ছাড়ছে না। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য বড় প্রশ্ন হলো- তিনি কি ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে পারবেন? ফুটবরের বাইরে থাকা নেইমার সম্প্রতি অনলাইন পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সেখানে তিনি প্রায় ৭৩ হাজার ৮০০ পাউন্ডের পুরস্কার জিতেছেন! চোটের সঙ্গে লড়াইয়ে এটা হয়তো তাকে স্বস্তি দেবে। কিন্তু সান্তোসে ফেরার পর নেইমারের ফর্ম প্রত্যাশার তুলনায় হতাশাজনক। তিনি আশা করেছিলেন, নিজ দেশে ফিরে হয়তো নতুনভাবে ফুটবলের প্রতি আগ্রহ ফিরে পাবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের জন্য দল...