দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ। মঙ্গলবার ভারতের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে তাকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে মার্নাস লাবুশেনকে রাখা হয়নি কোনও ফরম্যাটেই। ২৯ বছর বয়সী রেনশ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সেটার প্রতিপক্ষও ছিল ভারত। এবার অবশ্য তিনি ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেতে যাচ্ছেন। কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই বাঁহাতি ব্যাটার। শেফিল্ড শিল্ডে মৌসুমের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও তিন ওয়ানডেতে করেছেন ২৪৮ রান। রেনশ সর্বশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি। অন্যদিকে, তার সতীর্থ মার্নাস লাবুশেনকে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনও স্কোয়াডেই রাখা হয়নি। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু...