গত ২৫ বছর ধরে ৪৯টি সেশনের মাধ্যমে, কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান প্রতিভাদের আবিষ্কার ও সহায়তার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘আবাসিক’ কার্যক্রমটি। কান আবাসিক তথা রেসিডেন্সির এবারের ৫০তম আসরটি তাই এক প্রতীকী মাইলফলক হয়ে উঠলো আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ মেইলবার্তায় জানায়, আবাসিকের ৫০তম আসরে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ছয় তরুণ নির্মাতা প্যারিসে বসবাস করবেন। তারা হলেন—আলিচা বেদনারিকোভা (স্লোভাকিয়া), ফেদেরিকো লুইস (আর্জেন্টিনা), মাকসিম নাকোনেচনি (ইউক্রেন), লাইস সান্তোস আরাউজো (ব্রাজিল), বারান সারমাদ (ইরান) এবং ডিয়ান ওয়েইস (দক্ষিণ আফ্রিকা)। যার শুরুটা হলো ১ অক্টোবর থেকে। শেষ হবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি। চার মাসেরও বেশি সময় ধরে এই তরুণ নির্মাতারা উপভোগ করবেন সৃজনশীল ও চ্যালেঞ্জিং চিত্রনাট্য লেখার পরিবেশ, যেখানে থাকছে ব্যক্তিগত পরামর্শ ও চলচ্চিত্র-জগতের পেশাদারদের সঙ্গে দলীয় সেশন। বলা...