আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে তরুণ পেসার মারুফা আক্তার যেন নতুন করে বিশ্বকে নিজের আগমনী বার্তা দিলেন। ম্যাচের প্রথম ওভারেই তিনি পাকিস্তানের সেরা দুই ব্যাটার ওমাইমা সোহেল এবং ইনফর্ম সিদরা আমিনকে সাজঘরে ফেরান।পরপর দুই বলে দুজনেরই স্টাম্প উপড়ে ফেলে বাংলাদেশকে স্বপ্নের সূচনা এনে দেন তিনি। তার সেই বিধ্বংসী স্পেলের ওপর ভর করেই বাংলাদেশ মাত্র ১২৯ রানে পাকিস্তানকে গুটিয়ে দেয় এবং ৩২ ওভারে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। যে দেশে ঐতিহ্যগতভাবে স্পিনারদের দাপট বেশি, সেখানে মারুফার মতো সুইং এবং গতি দিয়ে স্টাম্প ভাঙা পেসার এক বিরল সম্পদ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও তা স্বীকার করে নিলেন। মারুফা কি বাংলাদেশের ইতিহাসে সেরা নারী পেসার হওয়ার সম্ভাবনা রাখেন? এমন প্রশ্নের জবাবে অধিনায়ক...