ফের মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া দম্পতির এটি দ্বিতীয় সন্তান। ভারতী সিং তার বেবি বাম্পের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কোনো পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছেন ভারতী। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন তার বর হার্ষ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমরা আবারো প্রেগন্যান্ট।”আরো পড়ুন:শর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশনপ্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও) শর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশন এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভারতী-হার্ষ দম্পতি। অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” ফারাহ খান লেখেন, “আরে বাহ! অভিনন্দন।” অভিনেত্রী কাশ্মীরা শাহ লেখেন, “ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন।” নিয়া শর্মা লেখেন,...