পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যার নেপথ্যে ছিলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। বিশ্ব মঞ্চে অসাধারণ বোলিংয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। বাংলাদেশের সামনে আজ মঙ্গলবার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। খেলা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। ম্যাচ দেখাবে স্টার স্পোর্টস-১। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হলেও নিজেদের স্বাভাবিক খেলাতেই মনোযোগী থাকতে চান তারা। ভারতের কন্ডিশন শ্রীলঙ্কার কলম্বোর চেয়ে আলাদা হলেও পাকিস্তান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জ্যোতি। তার ভাষায়, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ভালো শুরু মানসিকভাবে দলকে এগিয়ে রাখে। সাধারণত এমন টুর্নামেন্টে স্পিনাররা আধিপত্য দেখায়, কিন্তু মারুফা আমাদের দুর্দান্ত শুরু এনে দিয়েছিল। পরে স্পিনাররা মিলে তুলে নেয় আট উইকেট। সব মিলে বোলিং বিভাগ এখন ভালো ছন্দে আছে।’ ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেছেন,...