ছয় বছর হয়ে গেল। সময় বয়ে গেছে নদীর স্রোতের মতো, কিন্তু থেমে আছে এক পরিবার, থেমে আছে এক মায়ের চোখের পানি, আর থেমে আছে এই দেশের ন্যায়বিচারের গতি। ২০১৯ সালের ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। একটি ফেসবুক স্ট্যাটাস—দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ের প্রতিবাদ। আর সেই কারণেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ২০১১ নম্বর কক্ষে। ঘন্টার পর ঘন্টা ধরে নির্মম নির্যাতনের পর রাত তিনটার দিকে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে হলের সিঁড়িতে। আবরার তার ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন তুলেছিলেন ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে, দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছিলেন। সেই একটি পোস্টই যেন হয়ে উঠেছিল তার মৃত্যুর পরোয়ানা। সেদিন যারা...