ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন। ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রকাশিত দ্য টাইমসের একটি মতামত লেখায় তিনি বলেন, এই দিনটি উপলক্ষে বিক্ষোভ আয়োজন ‘ব্রিটিশদের মানায় না’। কারণ কিছু মানুষ এই দিনটিকে ‘ব্রিটিশ ইহুদিদের ওপর ঘৃণ্য হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার করে।স্টারমার বলেন, “আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি ব্রিটিশ হিসেবে আমাদের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান করা অসভ্য আচরণ। এরপর কেউ কেউ ইহুদিবিরোধী স্লোগান দিতে শুরু করে।”তিনি জোর দিয়ে উল্লেখ করেন, যুক্তরাজ্য সবসময় ‘ইহুদি সম্প্রদায়কে রক্ষা করতে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে’ অবস্থান করবে। আরও বলেন, দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের শিকার হচ্ছে।সূত্র: বিবিসি নিউজনিউজজি/এস আর ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে...