অন্টারিওর মিসিসাগা শহরের সেলিব্রেশন স্কোয়ার ও সিটি হলে অনুষ্ঠিত হয়েছে কানাডা সাহিত্য উৎসব। মূলধারার সাহিত্যিকদের সাথে তিনদিন-ব্যাপী এই সাহিত্য আয়োজনে অংশ নেন অন্যান্য ভাষার সাহিত্যিকরাও। রাসকিন বন্ড, আনা ইন, অজয় বিসারিয়া, শচীন পিলগাওনকারসহ বিপুল সংখ্যক শিল্পী-সাহিত্যিক যুক্ত হন এই বিশাল আয়োজনে। যুক্ত হয়েছিলেন কানাডার অন্টারিও প্রদেশের নন্দিত ১৭ জন বাঙালি লেখক ও শিল্পীও। বাঙালি লেখকেরা অংশ নেন ৪ অক্টোবর শনিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। তাদের নির্ধারিত ভেন্যু ছিল মিসিসাগা সিটি হল। অংশগ্রহণকারী কবি-লেখকেরা হলেন সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সুধীর সাহা, সুব্রত কুমার দাস, রূমানা চৌধুরী, নিরঞ্জন রায়, শেখর গোমেজ, রোকসানা পারভীন, সুজিত কুসুম পাল, শ্রেয়সী বোস দত্ত, মম কাজী ও জামিল বিল খলিল। যে চারটি পর্বে বাঙালি কবি-লেখকেরা অংশ নেন সেগুলো হলো ‘কানাডার বাঙালি লেখক’, ‘বাঙালি কবিদের স্বরচিত কবিতা...