ঢাকা: দু’বছর আগে এই দিনেই হামাসের আকস্মিক হামলায় হতচকিত হয়ে পড়ে ইসরায়েল। ওই হামলার পর ইসরায়েলের পাল্টা আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গাজা উপত্যকা। প্রাণ হারান অন্তত ৬৭ হাজার মানুষ। বিশ্লেষকদের মতে, হামাসের সেই হামলার প্রভাব শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি প্রভাব ফেলেছে গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতেও।বিশেষ করে ইরান, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মতো ইসরায়েলবিরোধী বিভিন্ন শক্তি আরও ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে এতদিন পর্যন্ত সংঘাত প্রক্সি যুদ্ধেই সীমাবদ্ধ ছিল, সেখানে ঐতিহাসিক ৭ অক্টোবরের পর সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। এই যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনসহ পুরো মধ্যপ্রাচ্যে।চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ড. সানাম ভাকিল বলেছেন, গত দুই বছরে অঞ্চলটিতে বেশ কয়েকটি ‘রেড লাইন’ অতিক্রম করা হয়েছে। ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে...