দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে। তবে এসব কেলেঙ্কারি নিয়েই দলকে দোষারোপ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, সরকারের উদ্দেশ্যই হলো জনগণের মধ্যে এই নেতিবাচক ধারণা বাড়ানো। রুমিন ফারহানা উল্লেখ করেন, দলের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে; কিন্তু এর সবকিছুকে এক দফায় ‘চাঁদাবাজি’ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়। বহু ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ, দলের নীতিমালা না মানা বা ব্যক্তিগত আচরণজনিত কারণে পদ স্থগিত বা বহিষ্কার হয়েছে। তিনি বলেন, ফৌজদারি অপরাধে যাঁরা দায়ী তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত। তবে বিএনপি কখনই কেন্দ্র করে সরকারকে এমন অনুরোধ করে না যেন দলীয় কোনো সদস্য থাকলে তাকে আইনের আওতা থেকে বাদ দেওয়া...