ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছেন। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তখন সেই ক্রু আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটির আমস্টারডামভিত্তিক অপারেটর স্প্লিথফ।মঙ্গলবার (৭ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি নিহত ক্রুর সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি। তবে একজন মুখপাত্র ডাচ সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফিলিপিনো ছিলেন।মিনার্ভাগ্রাচট নামে জাহাজটি এডেন উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। হঠাৎ একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে জাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। জাহাজে আগুন ধরে যায় এবং কিছু অংশ ভেঙে পড়ে। বড় বিপদের আগমুহূর্তে ১৯ জন ক্রুকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার এগিয়ে আসে। ক্রুরা রাশিয়ান, ইউক্রেনীয়, ফিলিপিনো ও শ্রীলঙ্কান।হুতিদের স্লোগান ‘আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের ওপর অভিশাপ’। তারা ২০২৩...