আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোতে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি চোখে পড়ার মতো। চলতি বছর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর এখন পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা।এই তালিকায় ২৬ ম্যাচে ১৯০টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে পাকিস্তান। দুইয়ে রয়েছে বাংলাদেশ। তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ ছক্কা মেরেছে ১৪৮টি, ম্যাচ খেলেছে ১৫টি। চারে থাকা অস্ট্রেলিয়া ১১ ম্যাচে ১১১টি ছক্কা হাঁকিয়েছে। আর পাঁচে থাকা ইংল্যান্ড ১২ ম্যাচে বল মাঠের বাইরে পাঠিয়েছে ১০০ বার। এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে শুধু এই পাঁচ দলই। তালিকায় সাত নম্বরে ভারত, ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪।ছক্কা...