সবেমাত্র নবম শ্রেণিতে উঠেছি। জানুয়ারি মাস চলছে। শ্রেণিকক্ষ এখনো জমে ওঠেনি। এর মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন আমার বাবা। তার ইহলোক ত্যাগের প্রভাব সরাসরি পড়লো আমার পড়াশোনায়। বড় ভাই-বোনের সহযোগিতায় কোনোমতে স্কুলের বেতন পরিশোধ করতে পারছি। কিন্তু মাস শেষে প্রাইভেট টিউশন ফি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে ছয় মাস কেটে গেল। সময়ের সাথে পরিস্থিতি আরও জটিল হতে থাকলো। যেন আমার চারপাশ ঘন-কালো অন্ধকার হতে শুরু করেছে। আর কিছুতেই সম্ভব নয়। বিদ্যালয়ের বেতন পরিশোধেও টানাপোড়েন দেখা দিলো। পরিস্থিতি এমন দাঁড়ালা যে, স্বপ্নের পড়ালেখাই এখন বন্ধ হওয়ার পথে। এমন দুঃসময়ে দেবদূত হয়ে এলেন আমার বিদ্যাপিঠের কয়েকজন মহান শিক্ষাগুরু। যাদের অসামান্য সহযোগিতা আজকের এই পথে এনে দাঁড় করিয়েছে। নিজ হাতে মশাল জ্বালিয়ে আমাকে দেখিয়েছেন আলোর দিশা। আজকের যে জ্ঞান,...