বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজে সেই হারের বদলা নেওয়ার সুযোগ তাদের সামনে। তবে তার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান দল।জানা গেছে, চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী পেসার মোহাম্মদ সালেম। তার বদলি খেলোয়াড়ের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার চোটে কপাল খুলেছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এক ওয়ানডে খেলা বিলাল সামির।ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট গাজী আমানউল্লাহ খানে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১০ উইকেট নেওয়ার পাশাপাশি বল হাতেও তিনি ছিলেন বেশ কৃপণ। পুরো টুর্নামেন্টে বল করেছেন ৪.৯৭ ইকোনমি রেটে।আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার (৮ অক্টোবর)। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিতে।শীর্ষে পাকিস্তান ও...