ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, চুক্তি চূড়ান্ত করতে হলে যুক্তরাষ্ট্রকে ভারতের নির্ধারিত সীমা- রেড লাইন সম্মান করতে হবে। হিন্দুস্তান টাইমস জানায়, রবিবার নয়াদিল্লিতে কৌটিল্য ইকোনমিক ফোরামের সম্মেলনে জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের শুল্কসহ বিভিন্ন বাণিজ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু সমস্যা রয়েছে। এখনও আমরা বাণিজ্য আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। কিছু শুল্ক আমাদের ওপর আরোপিত হয়েছে, যা প্রকাশ্যে অনযৌক্তিক বলে বলা হয়েছে। রাশিয়ার জ্বালানি সংগ্রহের জন্যও দ্বিতীয় শুল্ক আরোপিত হয়েছে। আমি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত, এমন পর্যায়ে পৌঁছানো যেখানে সম্পর্কের সব দিক আলোচনা করা হবে।’ তিনি আরও বলেন, বৈশ্বিক স্তরে সমস্যা অস্বীকার করা যায় না। এসব নিয়ে আলোচনা ও...