সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধ করে—এ ধরনের যে আইনগুলো রয়েছে, সেগুলো বাতিলের বিষয়ে তিনি বলেন, অবশ্যই, আমরা সবাই মিলে বসব এবং আলোচনা করব। আলোচনা করে সেগুলোকে আমরা এ রকম কালো আইন যা যা আছে, আমরা আস্তে আস্তে ঠিক করব।তারেক রহমান বলেন, আমাদের কাছে আপনাদের যে রকম চাওয়া থাকবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কোনো অপপ্রচার সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়। এ বিষয়টিকে সবাইকে সচেতন বা খেয়াল রাখতে হবে। তারেক...