ঢাকা: গাজা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা ঘিরে মিশরের শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। খবর আল-জাজিরা।মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাতে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে থাকছে মিশর ও কাতার।সোমবার গভীর রাতে প্রথম দফা আলোচনা শেষ হয়, এবং মঙ্গলবার নতুন দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন হামাসের ইসরায়েল আক্রমণ এবং গাজা যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। ফলে অনেকেই এই আলোচনাকে দীর্ঘমেয়াদি যুদ্ধের অবসানের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন। খবর রয়টার্স।তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০...