ঢাকা: তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে দুই গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি), ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযানে সোমবার (৬ অক্টোবর) তাদের আটক করে।একজন সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি মোসাদের জন্য সরাসরি কাজের অভিযোগে অভিযুক্ত। অপর ব্যক্তি তুগরুলহান দীপের মোসাদের গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।সিচেক নিজেও একটি ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা পরিচালনা করতেন এবং মোসাদের এক অপারেটিভের নির্দেশে ইস্তাম্বুলে একজন ফিলিস্তিনি কর্মীর ওপর নজরদারি চালিয়েছিলেন। এর জন্য তিনি চার হাজার ডলার ক্রিপ্টোকারেন্সিতে পেয়েছিলেন।অন্যদিকে দীপ, আর্থিক লাভের জন্য গোয়েন্দাদের পাবলিক রেকর্ড থেকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন এবং সিচেক ও অন্যান্য গুপ্তচরদের সঙ্গে মিত্রতা বজায় রাখতেন। এর আগে সিচেক কাজ করেছিলেন মুসা কুসের সঙ্গে, যাকে...