আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী কয়েক দশকের মধ্যেই লাখ লাখ মানুষ মহাকাশে বসবাস শুরু করবে। সম্প্রতি ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত ‘ইতালিয়ান টেক উইক’-এ এমন মন্তব্য করেন তিনি। রোববার ইতালির অ্যাগনেলি পরিবারের জন এলকানের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস বলেন, ভবিষ্যতে মানুষ স্বেচ্ছায় মহাকাশে স্থায়ীভাবে বসবাস করবে। তার মতে, কক্ষপথে তৈরি হবে এমন প্রযুক্তিনির্ভর পরিবেশ যেখানে রোবটরা নিরবচ্ছিন্নভাবে কাজ করবে, বিশেষ করে বিশাল এআই (Artificial Intelligence) ডেটা সেন্টারগুলোতে। বেজোসের এই বক্তব্য অনেকের কাছে প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে। মাস্ক দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং বলেছেন, ২০৫০ সালের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ সেখানে বাস করবে। দুই বিলিয়নেয়ারের এই প্রতিযোগিতা ভবিষ্যতের মহাকাশযাত্রা...