অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর জরুরি চিকিৎসাকর্মীরা ধারণা করেন, এটি সম্ভবত অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। ওই নারী, মেগান ইশারউড, ৯ সেপ্টেম্বর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষার প্রস্তুতি চলছিল। কিন্তু চিকিৎসক আসার আগেই তাঁর বিছানা রক্তে ভেসে যায়। যুক্তরাজ্যের এক নারী এক সকালে হঠাৎ পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। সঙ্গে ছিল বমি ও জ্বর। বমির সঙ্গে রক্ত বের হলে তিনি ভয় পেয়ে ফোনে অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর জরুরি চিকিৎসাকর্মীরা ধারণা করেন, এটি সম্ভবত অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। ওই নারী, মেগান ইশারউড, ৯ সেপ্টেম্বর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষার প্রস্তুতি চলছিল। কিন্তু চিকিৎসক আসার আগেই তাঁর বিছানা রক্তে ভেসে যায়। মেগান জানান, ‘চারপাশে অন্তত ১৫ জন চিকিৎসক ছিল, সবাই চেষ্টা করছিল বুঝতে কী হচ্ছে।’ পরে চিকিৎসকেরা সিটি স্ক্যান ও আল্ট্রাসনোগ্রামের সিদ্ধান্ত নেন, তিনি...