ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও একটি বিদ্যালয়ের কক্ষ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ওই মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দের পর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে লোকজন ছুটে এসে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলামের ফার্মেসি, আল আমিনের মুদি দোকান ও আসুদেবের খাবারের হোটেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া পাশে থাকা গ্রীন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের দুটি শ্রেণিকক্ষও আগুনে পুড়ে যায়। এতে কক্ষে থাকা বেঞ্চ-টেবিলও নষ্ট...