বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।’ গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করায় ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে। বিএনপি সরকারে আসলে এ বিষয়ে কোনো পরিবর্তনের উদ্যোগ নেবেন কি না, বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ মঙ্গলবার সকালে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির...