এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান হওয়া নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মতবিরোধ রয়েছে। এ বিষয়ে জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ প্রশ্নের জবাব দেন।সাক্ষাৎকারে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ হচ্ছে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান থাকতে পারবেন না বলে প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। এক ব্যক্তি তিন পদে একই সঙ্গে থাকলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কি না?জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবেন না। এমন আরও...