শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারীর ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় দুধকুমার নদীর তীরে ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে শেকড়সহ উপড়ে পড়া হাজারো গাছের গুঁড়ি। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন অংশ দিয়ে এসব গাছ বাংলাদেশের অংশে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, ভারতে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের ফলে বনাঞ্চলের গাছগুলো পানির স্রোতে উপড়ে পড়ে নদীপথে ভেসে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারীর ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় দুধকুমার নদীর তীরে ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। চরভুরুঙ্গামারীর ইসলামপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, ‘রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে একের পর এক গাছ...