কেইন কথাগুলি বলেছেন অবশ্য ইংল্যান্ডে ফিরেই। ক্লাব ফুটবলে এখন কদিনের বিরতি। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি যোগ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে। সেখানেই শোনালেন ক্লাব ফুটবলের নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সফলতম গোলস্কোরার ও টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি কেইন ২০২৩ সালে পাড়ি জমান বায়ার্নে। এই দুই বছরের জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচে ১০৪ গোল করেছেন তিনি। জিতেছেন বুন্ডেসলিগা ও জার্মান কাপ, গড়েছেন বেশ কিছু রেকর্ড। চলতি মৌসুমের শুরুটাও করেছেন তিনি অসাধারণ। ১৮ গোল করে ফেলেছেন স্রেফ ১০ ম্যাচ খেলেই। এখানে তার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। নতুন চুক্তির কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমকে কেইন জানালেন, তিনি আগ্রহ নিয়েই অপেক্ষায় আলোচনার। “তেমন কিছু (চুক্তির মেয়াদ বাড়ানো) অবশ্যই দেখতে পাচ্ছি আমি। যদিও সপ্তাহ...