মিসরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ভালোভাবে শেষ হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র আল–জাজিরা ও অন্যান্য গণমাধ্যমকে বলেছে, গাজায় যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে সমঝোতার আশা দেখা দিয়েছে। আল–জাজিরা অ্যারাবিককে সূত্রগুলো বলেছে, গতকাল সোমবার লোহিত সাগর–সংলগ্ন শারম আল-শেখ শহরে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ইতিবাচক। সেখানে চলমান আলোচনার পরবর্তী ধাপ কীভাবে এগোবে, তার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। হামাস মধ্যস্থতাকারীদের বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা বন্দীদের মুক্তিসংক্রান্ত আলোচনাকে কঠিন করে তুলছে। আল–জাজিরা অ্যারাবিকের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। আলোচনায় অংশ নেওয়া হামাসের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির দুই নেতা খলিল আল-হায়া ও জাহের জাবারিন। এ দুই আলোচক গত মাসে দোহায় ইসরায়েলের হামলা থেকে বেঁচে যান। ওই হামলায় পাঁচজন নিহত...