আওয়ামী আমলে গুম-খুন, মামলা-হামলার ঘটনা ছিল নিত্যব্যাপার। গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে অর্থনৈতিক দুঃশাসন বেশি চালিয়েছে পুলিশ ও ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা। ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য, শিল্পপতিসহ বিত্তশালীদের মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে হাতানো হয়েছে শত শত কোটি টাকা। এসব অপকর্মের হোতা ছিলেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ, যিনি পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হন। ‘ভাতের হোটেলওয়ালা’ হিসেবে পরিচিতি পেলেও তিনি রাজধানীর পার্শ্ববর্তী এই জেলাকে টাকার খনি হিসেবে ব্যবহার করেছেন। গাজীপুরে মূর্তিমান আতঙ্ক ছিলেন এসপি হারুন। বিভিন্ন ফাঁদে আটকানো, পাড়া-মহল্লায় জুয়ার আসর বসানো, আবাসিক হোটেল ও ফ্ল্যাটে যৌনবৃত্তির কমিশন এবং মাদক কারবার থেকে নিয়মিত বখরা আদায় করতেন তিনি। এরই পাশাপাশি চালাতেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধরে নিয়ে জঙ্গি নাটক সাজানো এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়...