ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত নারী ওডিআই বিশ্বকাপের আগে বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তারের ভাবনায় ছিল শুধুই একটি বিষয়, কীভাবে বিশ্বমঞ্চে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখা যায়। পাকিস্তানের বিপক্ষে দলকে দুর্দান্ত এক জয় এনে দেওয়ার পর তিনি বলেন, ‘আমি যখন ঘুমাই, তখনও ভাবি প্রথম ম্যাচে আমাকে ভালো কিছু করতে হবে।আমিই হব ম্যাচ উইনার। ’ তার চোখেমুখে তখন তৃপ্তির হাসি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মন্থর উইকেটের কথা ভেবে বাংলাদেশ দল সাজানো হয়েছিল মূলত স্পিনারদের নিয়ে। একাদশে একমাত্র পেসার হিসেবে সুযোগ পেয়ে ২০ বছর বয়সী মারুফা প্রমাণ করে দিয়েছেন, একাই একশ হওয়া কাকে বলে। গতি, শক্তি আর দুর্দান্ত সুইংয়ে পাকিস্তানের ব্যাটারদের পরাস্ত করতে তার যেন কোনো কিছুরই কমতি ছিল না। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মিচেল স্টার্কের ভক্ত মারুফা নিজের রোল মডেলকে দারুণভাবে অনুসরণ করছেন। ইনিংসের প্রথম...