সম্প্রতি বিড়ালের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুনসুটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বিড়ালটি আসলে কার সেটা নিয়ে মুখ খুলেছেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশিত বিবিসি বাংলার দ্বিতীয় ও শেষ পর্বের সাক্ষাৎকারে বিড়ালটি নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি। তিনি আরও বলেন, শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন। আমাদের বাসায় কবুতরের পাশাপাশি বিভিন্ন রকমের পাখিও ছিল। পশুপাখির প্রতি ছোটবেলা থেকে কমবেশি জড়িত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বরিশাল থেকে আমরা একটা ময়না পাখি এনেছিলাম। ও আবার...