গোপনে বাগদান সেড়েছেন মাত্র দু‘দিন হলো। এর মাঝেই আরেক ঘটনায় খবরের শিরোনামে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। জানা গেছে, সড়ক দুর্ঘটনার শিকার দক্ষিণী এই অভিনেতা। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির তেলেঙ্গানা রাজ্যে। সে সময় গাড়িতে ছিলেন তার পরিবারের সদস্যরাও। জানা গেছে, একটি বোলেরো গাড়ি হঠাৎ ডানদিকে মোড় নেয়, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বোলেরোর চালক হঠাৎ বিজয়দের বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বিজয়ের ক্ষতিগ্রস্ত গাড়ির বেহাল দশা। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে এই ঘটনা ঘটে। সময় বিজয় তার পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। ঘটনায় তিনি বা তার পরিবারের কেউ আহত হননি। সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন। Actor Vijay Deverakonda and his family met with an accident... Vehicle number...