প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুর সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। গত ৩ অক্টোবর তিনি পৃথকভাবে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং, পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং শ্রমবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশের সঙ্গে তাদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, ৫ অক্টোবর সিঙ্গাপুর ট্রেড রিলেশনস মন্ত্রী গ্রেস ফুর আমন্ত্রণে তিনি সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে যোগ দেন। ওই আসরে তার টেবিলে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের শ্রম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. তান সি লেং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্যান সিও হুয়াং এবং পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী মুরালি পিল্লাই। নৈশভোজ অনুষ্ঠানে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রবণতা নিয়ে মতবিনিময় করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী...