আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমাদের হয়ত নতুন এক ‘পাসকালিয়ান’ বাজি ধরতে হতে পারে, ঠিক যেমনটি বহু আগে ব্লেইস পাসকাল ঈশ্বরে বিশ্বাস নিয়ে প্রস্তাব করেছিলেন। তবে, এখানে প্রসঙ্গটি ঈশ্বর নয়, বরং এআইয়ের ভবিষ্যৎ ও এর প্রভাব নিয়ে। ১৬৫৪ সালে ফরাসি দার্শনিক ও গণিতবিদ ব্লেইস পাসকাল ঈশ্বরে বিশ্বাসের পক্ষে একটি যুক্তি উপস্থাপন করেন, যা ‘পাসকালের বাজি’ নামে পরিচিত। তিনি বলেছিলেন, কেউ ঈশ্বরে যদি বিশ্বাস করে এবং ঈশ্বর না-ও থাকেন তবে তার ক্ষতি খুবই সামান্য। তবে কেউ যদি ঈশ্বরে বিশ্বাস না করে অথচ ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষতি হতে পারে অসীম। ফলে একজন যুক্তিনির্ভর ব্যক্তি কী করবে? পাসকালের মতে, সবচেয়ে নিরাপদ ও লাভজনক সিদ্ধান্ত হল ঈশ্বরে বিশ্বাস রাখা। কারণ এতে ক্ষতির ঝুঁকি কম হলেও লাভ হতে পারে অসীম। পাসকালের যুক্তি...