হামাসের আক্রমণ, ইসরায়েলের প্রত্যাঘাত এবং তার জেরে দুই বছর ধরে চলা যুদ্ধ। ইসরায়েল কি লক্ষ্যপূরণ করতে পারলো? সাত অক্টোবর, ২০২৩। ইসরায়েলের ভিতরে ঢুকে হামলা চালিয়ে বারোশ মানুষকে হত্যা করে হামাস, ২৫১ জনকে পণবন্দি করে নিয়ে যায়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক দেশ। একদিন পর, অর্থাৎ, ৮ অক্টোবর ইসরায়েল গাজা আক্রমণ করে। তারপর থেকে দুই বছর কেটে গেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে গত দুই বছরে ইসরায়েল সেনার আক্রমণে অন্ততপক্ষে ৬৬ হাজার মানুষ মারা গেছেন, তারমধ্যে ৮০ শতাংশই বেসামরিক মানুষ। আহত হয়েছেন কম করে এক লাখ ৬৯ হাজার মানুষ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গাজায় ৯০ শতাংশ বাড়ি হয় ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ২১ লাখের মধ্যে ১৯ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। ইসরায়েল তাদের অনুমতি ছাড়া গাজায় কোনোজিনিস ঢুকতে...