বর্তমানে বাহিয়া ক্লাবের অধিনায়ক হিসেবে মৌসুমজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিবেইরো। চলতি বছর তিনি ৫৩টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়ফ্লামেঙ্গোর জার্সিতে তিনি ছিলেন এক সত্যিকারের ক্লাব-আইকন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ক্লাবটির হয়ে ২১১ ম্যাচ খেলে তিনি এখন পর্যন্ত চতুর্থ সর্বাধিক উপস্থিত খেলোয়াড়। ২০১৯ সালে রিভার প্লেট ও ২০২২ সালে আতলেতিকো পারানাএন্সের বিপক্ষে ফাইনালে অংশ নিয়ে ফ্লামেঙ্গোকে এনে দেন দুইটি কোপা লিবার্তাদোরেস শিরোপা। ক্লাবের হয়ে মোট ৩৯১ ম্যাচে তার গোল সংখ্যা ৪৫, অ্যাসিস্ট ৬৪।আন্তর্জাতিক অঙ্গনেও রিবেইরোর অবদান কম নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। যদিও মাঠে সুযোগ পেয়েছিলেন সীমিত সময়ের জন্য—ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৫ মিনিটের উপস্থিতি ছিল তার।ফ্লামেঙ্গো এবং ব্রাজিলীয় ফুটবলের সমর্থকরা এখন একত্রে প্রার্থনা করছেন তাদের প্রিয়...