যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থা সচলে পঞ্চমবারের মতো ব্যয় সংক্রান্ত প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছেন সিনেটররা। এতে দেশটির চলমান শাটডাউন আরো দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিতে পড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।আরো পড়ুন:গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উত্তর কোরিয়া প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার টানা পঞ্চমবারের মতো সরকারি অর্থায়ন বিল পাসে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের পৃথক প্রস্তাবই উচ্চকক্ষে প্রয়োজনীয় ৬০ ভোট নিশ্চিত করতে পারেনি। ফলে এ পরিস্থিতি থেকে উত্তরণে কতদিন লাগবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই স্থবিরতার মূল কারণ হলো স্বাস্থ্যসেবা নিয়ে দ্বন্দ্ব। ডেমোক্র্যাটরা চায় নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যবীমার ভর্তুকি অব্যাহত এবং মেডিকেড প্রোগ্রামের...