এসময় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যাবসা পরিচালনাকারী ও মৌখিক সতর্ক করেন তিনি। তবে অভিযান শেষে আবারও দখলে চলে যায় সড়ক ও ফুটপাত। এমন খবরে রাতে দ্বিতীয় দফা অভিযানে নামে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র ও মালামাল জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান, ট্র্যাফিক ইন্সপেক্টর এসএম শাখাওয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও পৌরসভার টিম উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ সুপার মো....